Mon Hare Lyrics (মন হারে) Mahtim Shakib | Dristy Anam Song Bangla Hindi lyrics

Mon Hare Lyrics (মন হারে) Mahtim Shakib | Dristy Anam Song Bangla Hindi lyrics Lyrics in Bengali, Hindi & English, Best Hindi, Bengali songs lyrics of all timeHindi song lyrics, Bengali song lyrics of the all time all in English, Hindi and Bengali, Hindi song lyrics in English, best Hindi songs lyrics of all time, romantic songs lyrics Hindi 2021

Mon Hare Lyrics (মন হারে) Mahtim Shakib | Dristy Anam Song Bangla Hindi lyrics in English, Best hindi songs lyrics of all time, hindi songs lyrics in english, hindi song lyrics in bengali, and Bengali Songs lyrics

English lyrics

      Chole jaowa poth jodi phire asa hoto
      Golpera kotha megh bristi jhorato
      Bhule bhale golpota jodi ful hoto
      Projapoti ghrane noy rongeo harato
      Mone pore mon hare mon ure jaay
      Brishtir chaat rooj duchokh vejay
      Mone pore mon hare mon ure jay
      Sokaler sona rod amake vabay

Youtube Video

Hindi lyrics

    soon

Bengali lyrics

      চলে যাওয়া পথ যদি ফিরে আসা হতো 
      গল্পেরা কথা মেঘ বৃষ্টি ঝরাতো,
      ভুলে ভালে গল্পটা যদি ফুল হত 
      প্রজাপতি ঘ্রাণে নয় রঙেও হারাতো।

      মনে পড়ে মন হারে মন উড়ে যায় 
      বৃষ্টির ছাঁট রোজ দু'চোখ ভেজায়,
      মনে পড়ে মন হারে মন পুড়ে যে যায় 
      সকালের সোনা রোদ আমাকে ভাবায়।। 

      হাতটা ছুঁয়ে হাতের গভীরে 
      কেউ হেঁটে যায় খুব যতনে,
      মেঘের ভেলায়  ভাসে রূপকথা 
      ছুঁতে গেলে হায় কেন শূন্যতা। 

      চোখে চোখে কল্পনা যদি ঠোঁট ছুতো  
      ভালোবেসে সূর্যটা সন্ধ্যা রাঙ্গাতো। 

      মনে পড়ে মন হারে মন পুড়ে যায় 
      আয়নায় গল্পটা স্মৃতিতে হারায়, 
      মনে আছো মনে থাকো মন ভেসে যে যায় 
      একটা গোলাপ রোজ আমাকে সাজায়।। 

      আকাশ ছুঁয়ে মেঘের উঠোনে 
      চরকা কাটে কেউ খুব গোপনে, 
      ঘুমটা ছুঁয়ে স্বপ্ন যে হাজার 
      কেউ হয়ে যাক শুধু যে আমার। 

      না বলা কথা যদি বলা হয়ে যেতো
      মান ভুলে অভিমান আবেগে হারাতো। 

      মনে পড়ে মন হারে মন উড়ে যায় 
      বৃষ্টির ছাঁট রোজ দুচোখ ভেজায়,
      মনে পরে মন হারে মন পুড়ে যে যায় 
      সকালের সোনা রোদ আমাকে ভাবায়।।

Close Menu